fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িসারাদেশকুমিল্লাকুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১০, শণাক্ত ৮৩৬ জন

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১০, শণাক্ত ৮৩৬ জন

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। একদিনে সর্বোচ্চ ৮৩৬ জন শনাক্ত হয়েছে। একই সময়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মোবারক হোসেন জানিয়েছেন, নতুন ৮৩৬ জন নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ২৪ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৭২ জন।

জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ এবং চারজন নারী। তাদের বয়স ৩৫ থেকে ৮০ বছরের মধ্যে। জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৬৭২ জনে পৌঁছেছে।

প্রসঙ্গত, এর আগে গতকাল সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, সারা দেশে একদিনে ২৪৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়ায় ১৯ হাজার ৫২১ জনে।

ওইদিন গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয় ১৫ হাজার ১৯২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments