আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টার পরপরই তাকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে তাকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে তোলা হয়। পরে তাকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনোর সরঞ্জাম, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া ও চাকু জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
তিনি বলেন, ‘আপাতত তাকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে র্যাব দ্রুত সাংবাদিকদের ব্রিফিং করবে।’
এর আগে রাত ৮টার দিকে র্যাবের একটি দল হেলেনার বাসায় প্রবেশ করে। দুই ঘণ্টা পর রাত ১০টার দিকে র্যাবের তিনজন নারী সদস্য ওই বাসায় প্রবেশ করেন।
হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।
নামের সঙ্গে লীগ যুক্ত করে গড়ে ওঠা আওয়ামী লীগের অনুমোদনহীন একটি সংগঠনের সভাপতি পদে নাম আসার পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে দলটির মহিলাবিষয়ক উপ-কমিটি। এই উপ-কমিটিতেই সদস্য ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক পদে থাকা হেলেনা জাহাঙ্গীর। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন।
সাম্প্রতিক সময়ে ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। এরপরই কয়েকটি গনমাধ্যমে “ধান্ধা লীগে বিব্রত আওয়ামীলীগ” এ ধরণের শিরোনামে প্রতিবেদন হয়। প্রতিবেদনে বঙ্গবন্ধু সৈনিক লীগের নাম আসলে আওয়ামীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্ঠি হলে ১ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি, বঙ্গবন্ধু সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আহ্বায়ক এম পি শিরীন আহম্মেদ এবং সদস্য সচিব হারুনুর রসীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংবাদ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অপরদিকে বঙ্গবন্ধু সৈনিক লীগ রাজশাহী মহানগরের আহ্বায়ক সুমন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিবাদ জানিয়ে এ ধরণের ভিত্তিহীন, বানোয়াট সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের বিরত থাকার আহ্বান জানিয়ে মন্তব্য করেন, এই অপসাংবাদিকতার ফলে মুল ধারার গণমাধ্যম থেকে জনগণের আস্থা উঠে যাচ্ছে।
এসকল ঘটনার ধারাবাহিকতার জের ধরেই সদ্য অব্যাহতি পাওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে বলেও অনেকে মনে করছেন।