বাংলাদেশের নির্বাসিত ও ভারতে আশ্রয় নেওয়া লেখিকা তসলিমা নাসরিন আবার কামান দেগেছেন। তিনি তাঁর ফেসবুক পোস্টে পরীমনির গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশে প্ৰেম করা অপরাধ, যৌনতাতো নরক বাসের সমান। কেউ প্ৰেম করলে এবং প্রেমজ সম্পর্কের জেরে যৌনতায় লিপ্ত হলে তা তো সীমাহীন অপরাধ। পারলে বাংলাদেশ সব মেয়েকে বোরখা পরিয়ে দেয়।
বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান বিভাগের এ ডি সি শাকলাইন মুস্তাফার সঙ্গে পরীমনির সম্পর্কের কথা তুলে তসলিমা লিখেছেন, প্রেমে পড়াটা অপরাধ হয়েছিল পরীমনির। আর বেচারা পুলিশ কর্তা! প্ৰেম করার অপরাধে বোধহয় চাকরিটাই গেল।
ফেসবুক পোস্টে মিডিয়াকেও ছাড়েননি তসলিমা। লিখেছেন, বাংলাদেশ মিডিয়ার চোখ দিয়ে নারী পুরুষকে বিচার করে।মিডিয়া বলে দেয় এই নারী খারাপ, ওই পুরুষ ভালো। আর সেটাই হয় শেষ বিচার। পরীমনি কাণ্ডে প্রথম থেকে পরীমনির পক্ষে কলম ধরেছেন তাসলিমা। তিনি মনে করেন, পরীমনি কোনও অপরাধ করেননি।