fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনানারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রূপগঞ্জের ভূলতা এলাকায় গতকাল রবিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা তিন জনই ওই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। তারা হলেন- চাঁদপুরে আজাদ হোসেন (২৯), রফিকুল ইসলাম (৩৪) ও প্রাইভেট কারের চালক আলমগীর হোসেন (৪৯)।

পুলিশ জানায়, রাত ১টার দিকে ভুলতা থেকে কাঞ্চনের দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হন। তাছাড়া আরও একজন আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

রূপগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments