fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅন্যান্যআরএমপি'র ৫ থানার অফিসার ইন চার্জ পদে রদবদল

আরএমপি’র ৫ থানার অফিসার ইন চার্জ পদে রদবদল

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ থানায় অফিসার ইন চার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বৃহস্পতিবার এক আদেশে এ রদবদল করেন। আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কর্ণহার থানার ওসি আনোয়ার আলী তুহিনকে দেওয়া হয়েছে মতিহার থানায়। মহানগরীর চন্দ্রিমা থানার ওসি সিরাজুম মুনীরকে পবা থানার ওসি করা হয়েছে। আর মতিহার থানার ওসি সিদ্দিকুর রহমানকে কাটাখালী থানায় দেওয়া হয়েছে। এছাড়া এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসনকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে কর্ণহার থানায়।

অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস আরও জানান, পবা থানার ওসি গোলাম মোস্তফা ও কাটাখালী থানার ওসি নূরে আলম পুলিশের অন্য রেঞ্জে বদলি হয়ে গেছেন। তাই এ দুটি থানায় নতুন ওসি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পাশাপাশি অন্য তিন থানাতেও ওসি পদে রদবদল করা হয়েছে। জনস্বার্থে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এ আদেশ দিয়েছেন বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments