fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবিনোদনসিনেমাপর্নকাণ্ডে জেলে স্বামী কুন্দ্রা, কেঁদেই ফেললেন শিল্পা

পর্নকাণ্ডে জেলে স্বামী কুন্দ্রা, কেঁদেই ফেললেন শিল্পা

পর্নকাণ্ডে জেলে স্বামী রাজ কুন্দ্রা। স্বামী গ্রেপ্তারের পর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শিল্পা শেঠি। আসছিলেন না রিয়েলিটি শো সুপার ডান্সারের সেটেও। বিচারকের আসনে তার পরিবর্তে বিশেষ অতিথির দেখা মিলছিল।

‘সুপার ডান্সার ৪’-এর মঞ্চে ফিরতেই ফের সংবাদ শিরোনামে শিল্পা শেট্টি। সমাজে মহিলাদের লড়াইয়ের কথা বললেন তিনি। রিয়্যালিটি শো-এ তাঁকে স্বাগত জানানো হতেই কেঁদে ফেললেন রাজ কুন্দ্রার স্ত্রী। ‘সোনি’-র ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট হওয়া নতুন সেই ভিডিয়ো ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

রানি লক্ষ্মীবাঈয়ের কাহিনিকে ভিত্তি করে একটি নাচ হয় রিয়্যালিটি শো-এ। সেই নাচের পর বিচারক শিল্পা শেট্টি তাঁর মতামত প্রকাশ করেন। বলেন, ‘‘রানি লক্ষ্মীবাঈয়ের গল্প যখনই শুনি, সমাজের চেহারাটা যেন আমার চোখের সামনে ভেসে ওঠে। কারণ এখনও নিজের অধিকারের জন্য মহিলাদের প্রচুর ল়ড়াই করতে হয়।

শিল্পা বলেন, “স্বামী চলে গেলে আরও বেশি পরিশ্রম করতে হয় আত্মপরিচয় এবং সন্তানদের জন্য।’’ তিনি জানালেন, এমন কিছু নারীর জন্য তিনি গর্বিত। মনে আশা জাগে তাঁর। শিল্পার মনে হয়, যে রকম পরিস্থিতিই আসুক না কেন, লড়াই করে নেবেন তিনি। সেই অনুপ্রেরণার জন্য তিনি লক্ষ্মীবাঈয়ের মতো নারীদের কুর্নিশ জানালেন। সূত্রঃ আনন্দবাজার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments