fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাদিনাজপুরে বজ্রপাতে ৪ শিশুসহ ৭ জন নিহত

দিনাজপুরে বজ্রপাতে ৪ শিশুসহ ৭ জন নিহত

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে চার শিশু এবং মাছ ধরার সময় তিন জনসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু।
চার শিশু নিহতের ঘটনাটি ঘটেছে আজ আনুমানিক বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের মাঠে।
বজ্রপাতে চার শিশু’র মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি)  মো. মোজাফ্ফর হোসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে অপর ঘটনাটি ঘটেছে একই সময়ে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুবদেবপুর পীরপাড়া গ্রামে। এ সময় পুকুরে মাছ ধরছিল তারা। নিহত তিন জনের বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে।

বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, চিরিরবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) সুব্রত কুমার সরকার।

দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত চার শিশুর প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত দুই শিশুর প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেছেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ। আহত দুই শিশু দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বজ্রপাতে জেলায় একই দিনে পৃথক ৭ জনের মৃত্যুর ঘটনায় দুই উপজেলায় নিহতদের পরিবারে শোকের মাতম বইছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments