fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৮ জন গ্রেফতার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৮ জন গ্রেফতার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল সোমবার (২৩ আগস্ট) সকাল থেকে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ সূত্রে এসব  তথ্য জানা গেছে।

সূত্র আরো জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ৪৮৮ গ্রাম হেরোইন, ৯ কেজি গাঁজা, দুই হাজার ২২৫টি ইয়াবা বড়ি ও এক গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসব আসামির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৪৩টি মামলা হয়েছে।

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র জানায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments