fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিক১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা

পশ্চিম তীরের নাবলাসের কাছে একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি ১৫ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ মঙ্গলবার বালাতা শরণার্থী শিবিরে থাকা ওই কিশোর ইমাদ খালেদ সালেহ হাশাশ মাথায় গুলি লেগে নিহত হয়।

এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ওই শরণার্থী শিবিরে এক সন্দেহভাজনকে আটক করতে রাতভর অভিযান চালিয়েছে। তাদের দাবি, অভিযানের সময় বিভিন্ন ভবনের ছাদ থেকে তাদের লক্ষ্য করে গোলাবারুদ নিক্ষেপ করা হলে তারাও এর জবাবে পাল্টা গুলি চালায়।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, গাজা উপত্যকার নিয়ন্ত্রণে থাকা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের গুলিতে কিশোরের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে। এছাড়াও বালাতা ক্যাম্পে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিদের প্রতিরোধের ঘটনায় প্রশংসাও করেছে এই সংগঠন।

এর আগেও চলতি মাসের শুরুতে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় হামাসের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান, একটি সুরঙ্গ এবং ভূগর্ভস্থ রকেট লঞ্চার সাইট লক্ষ্য করে রাতভর সিরিজ বোমা হামলা চালানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments