fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকআফগানিস্তানে পাক অভিনেত্রী পরিবারের ৪ সদস্য খুন

আফগানিস্তানে পাক অভিনেত্রী পরিবারের ৪ সদস্য খুন

তালেবানের হাতে কাবুলের পতন হওয়ার পর সেখানকার অনেক নাগরিকই তাদের জীবন ও ভবিষ্যত নিয়ে শঙ্কিত। ভয়ে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে প্রতিদিন শত শত মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে।

এমন অনেকেই আছেন যারা নিজেরা দেশের বাইরে রয়েছেন বা বিভিন্ন দেশের নাগরিক হিসেবে বাইরে থাকেন। তারাও আফগানিস্তানে থাকা পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগে রয়েছেন।

এদিকে আফগানিস্তানে তালেবানের হামলায় পাক অভিনেত্রী মালিশা হিনা খানের পরিবারের ৪ সদস্য খুন হয়েছেন। শোকের খবর জানিয়ে টুইট করে এই অভিনেত্রী লিখেছেন- আমার কাকা, দুই ভাইকে মেরে ফেলেছে তালেবান। তালেবানের গুলি বর্ষণ ও আগুনের গোলায় জ্বলে উঠেছিল তাদের গাড়ি। জীবন্ত অবস্থায় পুড়ে মারা গিয়েছে তারা। আমার পরিবারের আরও কয়েকজন সদস্য তালেবানদের ভয়ে লুকিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের মৃত্যুর শোকও করতে পারছে না তারা।

টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মালিশা। তিনি লিখেছেন, আমার ভাগ্য ভাল যে আমি ভারতে আছি।

২০১৮ সালে পাক গায়িকা রাবি পীরজাদার নগ্ন ভিডিও ভাইরাল হওয়ায় তুমুল বিতর্ক ছড়ায় পাকিস্তানে। তখন এই গায়িকাকে সমর্থন জানিয়েছিলেন মালিশা। তারপর থেকে মালিশাকে নিয়েও শুরু হয় বিতর্ক। সেই সময় থেকে বার বার খবরের শিরোনাম উঠে আসেন এই অভিনেত্রী।

মালিশা হিনা খানের মতো আফগানিস্তানের অনেকেই ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন। ‘বিগ বস’ প্রতিযোগী আরশি খানও আফগানিস্তানের নাগরিক। তবে তার ছোটবেলায় সপরিবারে ভারতে চলে আসেন তারা।

এ প্রসঙ্গে আরশি খান বলেন, ‘আমি একজন আফগানি পাঠান এবং আমার পরিবার ইউসুফ জাহির পাঠান গোষ্ঠীর অন্তর্গত। আমার দাদু আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন এবং উনি ভোপালের জেলার ছিলেন। আমার পরিবার যখন এদেশে চলে এসেছিল, তখন আমার বয়স ছিল মাত্র ৪। আমার শিকড় আফগানিস্তানে, তবে আমি ভারতীয় নাগরিক।’

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন। ওখানকার পরিস্থিতির কথা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। বেশি চিন্তা হচ্ছে আফগান মহিলাদের নিয়ে। ছোটবেলায় এদেশে না চলে এলে আজ আমাকেও হয়তো তাদের মতো ভীত-সন্ত্রস্ত হয়ে থাকতে হতো।’

এদিকে গেলো বছরের অক্টোবরে এক আফগান ক্রিকেটারের সঙ্গে বাগদান হয়েছিল আরশি খানের। পারিবারিক আয়োজনেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তালেবানরা আফগানিস্তান দখল করার পর সেই সম্পর্ক ভেঙে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। যদিও ওই ক্রিকেটারের নাম প্রকাশ করেননি আরশি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments