ধর্ষণ ও যৌন নির্যাতনের দায়ে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে ম্যানচেস্টার সিটি ও ফ্রান্সের লেফট ব্যাক বেঞ্জামিন মেন্ডিকে। এই ঘটনায় অভিযুক্ত হওয়ায় জরুরি ভিত্তিতে মেন্ডিকে বহিষ্কার করেছে ইংলিশ ক্লাব ম্যান সিটি। শুক্রবার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে মেন্ডিকে।
ফ্রান্সের ডিফেন্ডারের বিরুদ্ধে এ অভিযোগ এনেছে চেশায়ার কনস্টাবুলারি। ১৬ বছর বয়সী তিনজন নারী মেন্ডির বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত চারটি ধর্ষণ ও একটি নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে মেন্ডির বিরুদ্ধে।
পুরো বিষয়টি এখনও তদন্তাধীন থাকলেও, পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগপর্যন্ত মেন্ডিকে বহিষ্কার করেছে ম্যানচেস্টার সিটি। আদালতের রায়ের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা। এর আগে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না ম্যান সিটি।
একটি বিবৃতিতে চেশায়ার কনস্টাবুলারি জানিয়েছে, ২৭ বছর বয়সী মেন্ডির বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো ১৬ বছরের বেশি বয়সী তিনজন অভিযোগকারীর সাথে সম্পর্কিত এবং এগুলো করা হয়েছে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সময়ের ঘটনার প্রেক্ষিতে।