আফগানিস্তানে তালেবানকে সরকার গঠনে সহায়তা করবে ইরান ও পাকিস্তান। বৃহস্পতিবার (২৬ আগস্ট) ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির সাক্ষাতের পর একথা জানানো হয়। খবর পার্সটুডে।
খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতি এই অঞ্চলে নিরাপত্তা দিতে পারবে না। বরং তারা সেখানে নিত্যনতুন সমস্যা ও সংকট তৈরি করবে।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার হবে দেশটির ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। দখলদার সেনারা চলে গেলে আফগানিস্তানের সকল পক্ষ ও জাতিগত গোষ্ঠীগুলো তাদের দেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার সুযোগ পাবে।
কাজেই আফগানিস্তানে যাতে সব পক্ষের অংশীদারিত্বের ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক সরকার ক্ষমতায় আসতে পারে সেজন্য ইরান ও পাকিস্তানসহ আঞ্চলিক দেশগুলোর এগিয়ে আসা উচিত।
সাক্ষাতে ইরান ও পাকিস্তানের সম্পর্ককে ‘ঐতিহাসিক ও গভীর’ বলে উল্লেখ করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বেশিরভাগ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ইরান ও পাকিস্তান অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তিনি আফগানিস্তান সংকটসহ বিভিন্ন ইস্যুতে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। সূত্র: পার্সটুডে।