কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবাগিশ চান্দের বাজার এলাকার একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় গলায় রশি পেঁচানো লাশটি গাছে ঝুলানো ছিল।
মৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩২)। তিনি নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়রের দক্ষিণ নওদাপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার বাদ জুমা বিদ্যাবাগিশ চান্দের বাজারের উত্তর দিকের একটি বাঁশঝাড়ে মেহগনি গাছের সাথে লাশ ঝুলতে দেখেন মুসল্লিরা। এসময় তাদের চিৎকারে সেখানে অনেক লোকজন জড়ো হয়।
পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।