fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৮১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৮১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গতকাল শনিবার (২৮ আগস্ট) সকাল ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮১ জনকে গ্রেফতার করেছে।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ২৮ হাজার ৪৫৫ পিস ইয়াবা, ২২৮ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৩১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments