fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে পরকীয়ার জেরে হাতুড়ি ও বালিশচাপা দিয়ে স্ত্রী এবং দেড় বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নিহতের নাম- রোমা আক্তার (২৭) ও তার সন্তানের নাম রিশাদ।

সোমবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে মীরহাজীরবাগ রাসেল মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পরকীয়ার জের ধরে পারিবারিক কলহের কারণে ওই নারীর স্বামী আব্দুল অহিদ হাতুড়ি ও বালিশচাপা দিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে। ঘটনার পর থেকে আব্দুল অহিদ পলাতক।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও বালিশ জব্দ করা হয়েছে। আসামি ধরতে ও বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments