fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাশেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রান হারালেন ইমাম

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রান হারালেন ইমাম

শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তা পার সময় মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ মাওলানা মো. আলম (৩৮) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার খৈলকুড়া এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় জামিয়া ফয়জুন্নেছা মহিলা কওমী মাদরাসার শিক্ষক ও খৈলকুড়া নতুন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নুর আলম। সোমবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শেরপুর হাসপাতালে রেফার করেন।

শেরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ মাওলানা নুর আলমকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তরপাড়া গ্রামের আমিরুলের ছেলে ঈশা (১৮)কে আটক করেছে পুলিশ।

খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফায়েজুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments