বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার রাতে হাঙ্গেরিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্যারেথ সাউথগেটের দল।
এদিন ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন তেতে উঠে ইংল্যান্ড। প্রতিপক্ষের জালে গোল উৎসব করে দলটি। ইউরো কাপে উজ্জীবিত নৈপুণ্য দেখালেও হাঙ্গেরিকে তাই খুঁজে পাওয়া যায়নি।
ইংলিশদের হয়ে গোলগুলো করেছেন রহিম স্টার্লিং, হ্যারি কেইন, হ্যারি মাগুইরি ও ডেকলান রাইস।
এই জয়ে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে ইউরোপীয় অঞ্চলের ‘আই’ গ্রুপে শীর্ষে ইংল্যান্ড।