fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশরাজধানীছাত্রলীগের পদবঞ্চিতরা ওবায়দুল কাদেরের আশ্বাসে অনশন ভাঙলেন

ছাত্রলীগের পদবঞ্চিতরা ওবায়দুল কাদেরের আশ্বাসে অনশন ভাঙলেন

ছাত্রলীগের পদবঞ্চিতরা আজ সোমবার রাত আটটার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশ্বাসে আমরণ অনশন ভাঙলেন।

ওবায়দুল কাদেরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে পদবঞ্চিতদের অনশন ভাঙান আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি।

পদবঞ্চিতদের মুখপাত্র ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন বলেন, ‘কাদের স্যার, পপি আপাকে আমাদের এখানে পাঠিয়েছেন। স্যারের আশ্বাসে আমরা অনশন ভেঙেছি। কাদের স্যারের সঙ্গে আলোচনার পর আমাদের পরবর্তী অবস্থান জানাব।’

অনশনের চতুর্থ দিন ছিল আজ। অনশন ভাঙাতে মারুফা পদবঞ্চিতদের জুস ও পানি খাওয়ান। এরপর সোয়া আটটার দিকে তাঁদের নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের কাছে যান।

রাজু ভাস্কর্যের পাদদেশে গত শুক্রবার থেকে ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা আমরণ অনশন করেন। এক মাসেরও বেশি সময় ধরে টানা অবস্থান কর্মসূচি পালন করেও চার দফা দাবির পক্ষে কোনো আশ্বাস না মেলায় তাঁরা আমরণ অনশন শুরু করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments