fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধদৈনিক সচেতন বার্তার সাইট হ্যাকিং এ রাজশাহীর জনৈক সাংবাদিকের সম্পৃক্ততার প্রমান!

দৈনিক সচেতন বার্তার সাইট হ্যাকিং এ রাজশাহীর জনৈক সাংবাদিকের সম্পৃক্ততার প্রমান!

বাংলাদেশে ওয়ার্ডপ্রেস দ্বারা নির্মিত নিউজ পোর্টাল গুলোর ওয়েব সাইট গুলোতে  বেশকিছু দিন ধরেই হ্যাকিং চেষ্টা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ মে ১ম দফায় দৈনিক সচেতন বার্তার ওয়েব সাইট হ্যাকিং এর  চেষ্টা চালায় হ্যাকাররা।

চেষ্টা চালিয়ে ব্যর্থ হলেও সাইট টির বেশ কিছু অংশের ক্ষতি সাধন করতে সমর্থ হয় তারা।

হামলা পরবর্তী দৈনিক সচেতন বার্তার আই টি বিশেষ্ণজ্ঞ দল হ্যাকারদের সম্পর্কে তথ্য-উপাত্ত উদ্ধারে ব্যপক অনুসন্ধান চালালে রাজশাহীর জনৈক রাজশাহীর এই হ্যাকিং চেষ্টায় সরাসরি সম্পৃক্ততার তথ্য প্রমান পাওয়া যায়।

সম্পুর্ন সাইট হ্যাকিং এ ব্যর্থ হয়ে তারা র‍্যানসাম ভাইরাস ছড়িয়ে সাইট এর কিছু অংশ ক্ষতিগ্রস্থ করে।

আইটি বিশেষজ্ঞ দলের প্রধান মিঃ মেহেদী হাসান জানান, অন্যান্য হ্যাকারদের সাথে একত্রিতভাবে রাজশাহীর জনৈক সাংবাদিকের সম্পৃক্ততার উপযুক্ত তথ্য-প্রমান তাদের হাতে রয়েছে।

উক্ত হ্যাকার দল  ২য় দফায় গত ২৩ শে জুন দিবাগত রাত হতে পুনরায় হ্যাকিং এর  জন্য অদ্যবধি চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

১ম দফায় আক্রমণের পরে দৈনিক সচেতন বার্তার আইটি বিশেষজ্ঞ দলের প্রধান মিঃ মেহেদী হাসান ও তার সহযোগীদের সমন্বয়য়ে গঠিত টীমের যথাযথ পদক্ষেপ গ্রহণের ফলে ২য় দফায় হ্যাকাররা ওয়েব সাইটের কোনরূপ ক্ষতি সাধন করতে ব্যর্থ হয়।

দৈনিক সচেতন বার্তার আইটি বিশেষজ্ঞ দল অন্যান্য হ্যাকারদের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তাদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সনাক্তকৃত হ্যাকারদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments