fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরংপুরকুড়িগ্রামকুড়িগ্রামে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২, আহত ৬

কুড়িগ্রামে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২, আহত ৬

কুড়িগ্রামে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন কলেজ ছাত্রসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আজ রবিবার সকালে কুড়িগ্রাম জেলা শহরের পার্শ্ববর্তী ধরলা সেতুর নিকট এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০টায় নাগেশ্বরী থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কুড়িগ্রামের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হলে তাদের দ্রুত স্থানীয়রা চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার পয়রাডাঙা গ্রামের কলেজ ছাত্র হাবিবুল্লাহ ও ফুলবাড়ি উপজেলার ভাঙামোড় গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের স্ত্রী রাবেয়া খাতুন।

অন্যদিকে দুর্ঘটনায় আহত নুর মোহাম্মদ ও উমর আলীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অটোরিকশা চালক ইমান আলী ও যাত্রী হাবিবুর রহমান কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments