fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকআফগানিস্তানে শরিয়া আইন বাস্তবায়নের নির্দেশ তালেবানের শীর্ষ নেতার

আফগানিস্তানে শরিয়া আইন বাস্তবায়নের নির্দেশ তালেবানের শীর্ষ নেতার

আফগানিস্তানের নতুন সরকারকে ইসলামি আইন ও শরিয়া বাস্তবায়ন করতে বলেছেন তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুনদজাদা।

মঙ্গলবার ইংরেজিতে লেখা এক বিবৃতিতে দায়িত্বশীলদের দেশের সর্বোচ্চ স্বার্থ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি নিশ্চিত করতে এ নির্দেশ দেন তিনি। তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এটিই গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুনদজাদা-এর প্রথম বার্তা। খবর বিবিসির।

হিবাতুল্লাহ আখুনদজাদা আরও বলেন, শিক্ষা ব্যবস্থার পর্যবেক্ষণ করে সরকারের দায়িত্ব হচ্ছে শরিয়া কাঠামোর মধ্য থেকে দেশের সব মানুষের আধুনিক বিজ্ঞান ও ধর্মের ওপর ভিত্তি করে স্বাস্থ্যকর এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

এর আগে, কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। মঙ্গলবার তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রাপ্তের নাম ঘোষণা করেন। মুজাহিদ নতুন ইসলামি সরকারের দায়িত্ব প্রাপ্ত ৩৩ সদস্যের নাম ঘোষণা করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments