জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি আ ন শামসুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ দিন এক বিবৃতিতে জানান, গত বুধবার দিবাগত রাতে উত্তরার বাসা থেকে শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত সোমবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ সাত কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিনে জামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামায়াত সূত্র দাবি করেছে, শামসুল হককে আটক করে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।