খুলনায় স্ত্রীর লাঠির আঘাতে মো. সোহেল (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সোহেল পেশায় রাজমিস্ত্রী।
শনিবার রাত ২টার দিকে নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকার নজরুল ইসলাম বাবুলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বামী-স্ত্রী ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী সোনিয়া বেগমকে (২৮) আটক করেছে পুলিশ।
খালিশপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী লাঠি দিয়ে স্বামীর কপালে আঘাত করেন। স্বজনরা তাকে স্থানীয় খালিশপুর ক্লিনিকে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। পরে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী তার স্বামীকে আঘাত করার কথা স্বীকার করেছেন।