আবারও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই উপত্যকা থেকে রকেট ছোড়ার জবাবে এ বিমান হামলা চালানো হয়।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, রবিবার (১২ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে। গত সপ্তাহে ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে ছয় ফিলিস্তিনি বন্দি পালানোর পর থেকে এই অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। পলাতক ছয়জনের মধ্যে চারজনকে ফের খুঁজে বের করেছে ইসরায়েলি বাহিনী।
গত শুক্র ও শনিবার বন্দিদের পুনরায় আটকের পর কয়েক দফায় ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয় গাজা থেকে।
রবিবার গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।