fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধএহসান গ্রুপের চেয়ারম্যানসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড

এহসান গ্রুপের চেয়ারম্যানসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড

মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার তিন ভাইকে পিরোজপুরের গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ম. মহিউদ্দিন আসামিদের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম ডি নুরুল ইসলাম সরদার শাহজাহানসহ জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা। অন্যদিকে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না

আরও পড়ুনঃ এহসান গ্রুপের পকেটে লক্ষাধিক গ্রাহকের ৫ পাঁচ হাজার কোটি টাকা

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব হাসান ও তাঁর সহযোগী সহযোগী আবুল বাশার খানকে (৩৭)কে রাজধানীর শাহাবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে বিকেলে সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল বাশারকে পিরোজপুর সদর থানা পুলিশ গ্রেপ্তার করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments