fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়৪ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পরিষদের মানববন্ধন

৪ দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পরিষদের মানববন্ধন

বরগুনায়  ৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

প্রকৌশলী নিজাম উদ্দীনের সভাপতিত্বে প্রেসক্লাব চত্তরে বেলা সাড়ে ১১টায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহবায়ক গোলাম মোহম্মদ, মো. রুহুল আমিন, প্রকৌশলী, রেজাউল করিম, প্রকৌশলী, মহিউদ্দিন ও সদস্য সচিব সংগ্রাম পরিষদ মো. মাইনউদ্দিন আসাদ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় ৪ বছরের ডিপ্লোমা কোর্সের মেয়াদ ৩ বছর করার উদ্যোগ বন্ধ করতে হবে।বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা এর জনস্বার্থ বিরোধী সংঙ্গা ধারা-উপধারাসহ সংশোধন করতে হবে, ডিপ্লোমা গ্রাজুয়েটদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ ৪ দফা বাস্তবায়ন করতে হবে।

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments