fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনালালমনিরহাটে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাটে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে জুই আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু তেলিপাড়া গ্রামের জুয়েল রানার মেয়ে। বাড়ির অদূূরে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যায়। পরে ডোবার পানিতে পড়ে যাওয়া শিশুটিকে দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে। এরপর হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শহিদুল ইসলাম জানান, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। হাতিবান্ধা থানার ওসি এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments