fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনামিয়ানমারে বিদ্রোহীদের ওপর বিমান হামলা

মিয়ানমারে বিদ্রোহীদের ওপর বিমান হামলা

মিয়ানমারের স্যাগাইং অঞ্চলে জান্তাবিরোধীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এরপর দেশটির কিছু এলাকায় বিমান হামলা শুরু করেছে সামরিক বাহিনী। স্থানীয় গণমাধ্যম এবং মিলিশিয়া সদস্যরা বলেছে, সংঘর্ষের কারণে স্যাগাইংয়ের কিছু জেলায় ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চি সরকারকে হটিয়ে দেশটিতে সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর থেকেই সংকটাপন্ন পরিস্থিতি বিরাজ করছে মিয়ানমারে। দেশে জান্তাবিরোধী বিক্ষোভ চলে আসছে। সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে গঠিত হয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফএস)।

স্থানীয় সংবাদমাধ্যম ডিভিবির খবরে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মিয়ানমারের স্যাগাইংয়ের পিনলেবু এলাকায় সেনাবাহিনীর অভিযানের সময় বিমান হামলা চালানো হয়েছে। শনিবার রাতে ফোন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে বিমান হামলা এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানান।

পিনলেবু পিডিএফের একজন সদস্য ওই এলাকার বাইরে থেকে বার্তাসংস্থা রয়টার্সকে বিমান হামলার তথ্য নিশ্চিত করেন। তবে হামলায় পিডিএফএস’র কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

সূত্র : রয়টার্স।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments