fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনারাজশাহীতে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

রাজশাহীতে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

রাজশাহীতে ট্রাকের চাপায় কলেজশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে পবা উপজেলায় বড়গাছী রাজ হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজশিক্ষকের নাম মাসুদ রানা (৩৫)। তিনি বড়গাছী এলাকার মৃত বছির উদ্দিন খানের ছেলে। মাসুদ রানা মোহনপুর উপজেলার ধোপাঘাটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন।
পবা থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুম মনির জানান, কলেজশিক্ষক মাসুদ রানা মোটরসাইকেল যোগে নওহাটা বাজারের যাচ্ছিলেন। রাজ হিমাগারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ওসি জানান, নিহত মাসুদ রানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ট্রাকটিও জব্দ করা হয়েছে। কিন্তু চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments