fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধনাটোরে ২৩ জন মাদকসেবীকে আটক করেছে র‍্যাব

নাটোরে ২৩ জন মাদকসেবীকে আটক করেছে র‍্যাব

নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম ও ফুলবাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৩ জন মাদকসেবীকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় গাাঁজা ও মাদক সেবনের উপকরণ জব্দ করা হয়।

আটকৃকতরা হলেন ১। মো. মিজান (৪৫), পিতা- মৃত সোনা মিয়া, সাং- হুগোলবাড়ীয়া, ২। মো. আক্কাস আলী (৪৫), পিতা- মো. আব্দুল হাসেম, সাং- তেবাড়িয়া মধ্যপাড়া, ৩। মো. আসিফ ইকবাল জয় (১৯), পিতা- মো. এনামুল হক, ৪। মো. নাহিদ হোসেন (১৯), পিতা- মো. হেলাল উদ্দিন, ৫। মো. মুন্না হোসেন (২০), পিতা- মো. খোকন আলী, ৬। মো. আকাশ আলী (১৯), পিতা- মো. সাজেদুল আলী, সর্ব সাং- দক্ষিণ ছাতনী ভাটপাড়া, ৭। মো. সেন্টু আলী (২৫), পিতা- মো. আশরাফ আলী, সাং- হাসেমপুর, ৮। মো. মোবারক হোসেন (৩৪), পিতা- মো. ফুলু সরদার, সাং- জংলী আদর্শগ্রাম, ৯। মো. আশিক হোসেন (২০), পিতা- মো. আমজাদ হোসেন, ১০। মো. রাহিদ হাসান (২০), পিতা- মো. আব্দুল রহিম, উভয় সাং- নেঙুরিয়া, ১১। মো. শাহিন (৩৩), পিতা- মৃত শুকুর ফকির, ১২। মো. সজিব হোসেন হৃদয় (২০), পিতা- মো. আজিজুল হোসেন, উভয় সাং- চকবৈদ্যনাথ, ১৩। মো. শাকিল হোসেন (২০), পিতা- মো. সিরাজুল ইসলাম, ১৪। মো. গোলাম রাব্বি (২৪), পিতা- মো. মোতালেব, উভয় সাং- বনবেলঘড়িয়া, ১৫। শ্রী দিপেন কুমার সিং (২৫), পিতা- শ্রী দীলিপ কুমার সিং, ১৬। শ্রী উজ্জল কুমার সিং (২৫), পিতা- শ্রী দিলজিৎ কুমার সিং, উভয় সাং- পূর্ব মাদনগর, থানা- নলডাঙ্গা, ১৭। মো. বাচ্চু মিয়া (৫৪), পিতা- মৃত আলী হোসেন, সাং- তেবাড়ীয়া উত্তর পাড়া, ১৮। শ্রী প্রনব কুমার (৩০), পিতা- শ্রী নারায়ন চন্দ্র, সাং- কান্দিভিটা, ১৯। আহমেদ আরাফাত (২০), পিতা- মৃত শহিদুল ইসলাম, সাং- আলাইপুর, ২০। মো. স্বাধীন (২১), পিতা- মৃত আব্দুল সামাদ, সাং- মীরপাড়া, ২১। মো. আমান শেখ (২০), পিতা- মো. আক্কাস আলী, সাং- দক্ষিণ বড়গাছা, ২২। মো. মাইনুল ইসলাম রিমন (১৯), পিতা- মো. আ. রহিম, সাং-মিরপাড়া, ২৩। মো. রাকিবুল ইসলাম (১৯),পিতা-মো. বাবু ইসলাম, সাং-মিরপাড়া, সর্ব থানা ও জেলা- নাটোরদের’কে আটক করে।

র‌্যাব জানায় , নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিপিসি-২ নাটোর র‌্যাব-৫ এর একটি দল বুধবার অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে আটককৃতদের নাটোর সদর হাসপাতালে ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে চিহ্নিত হয়। এ বিষয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments