fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিককাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

কাবুলে মসজিদের বাইরে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের প্রবেশদ্বারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

আজ রোববার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে ভয়াবহ বিস্ফোরণ হয়। সেখানে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য একটি স্মারক অনুষ্ঠান হচ্ছিল।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কেউ এ ঘটনার কেউ দায় স্বীকার করেনি। তবে দেশটিতে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আইএসআইএল’র হামলা বৃদ্ধি পেয়েছে।
আইএসআইএল পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নিজেদের শক্তি বজায় রেখেছে এবং তালেবানকে শত্রু মনে করে তারা। প্রাদেশিক রাজধানী জালালাবাদে বেশ কয়েকটি হামলারও দায় স্বীকার করেছে আইএসআইএল।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments