নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে গৃহবধূকে ধর্ষণের সেই ঘটনায় দায়ের করা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলী আইনজীবী মামুনুর রশীদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। নোয়াখালীতে ১৩ কার্য দিবসের মধ্যে অতীতে এত দ্রুত আর কোনো মামলার রায় হয়নি।
চলতি বছরের ১৭ ফেব্রয়ারি মামলার দুই আসামি দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী মোহাম্মদ আলী প্রকাশ আবুল কালামের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। ইতোমধ্যে বাদী পক্ষে ১২ ও আসামি পক্ষে তিনজন থাকায় সাক্ষীসহ মোট ১৫ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষ করা হয়। এর আগে ২০২০ সালে ১৪ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে অভিযোগপত্র ফরোয়ার্ড করা হয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ।
উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর ওই গৃহবধূকেকে তার ঘরে ঢুকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে নির্যাতন করেন দেলোয়ার ও তার লোকজন। নির্যাতনকারীরা ওই ঘটনা মোবাইলে ধারণ করেন; যা একই বছরের ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এরপর গণমাধ্যমের বদৌলতে নড়েচড়ে বসে প্রশাসন। পরে ভুক্তভোগী নারী ২০১৯ সালের ৫ অক্টোবর ও ২০২০ সালের ৭ এপ্রিল দুই দফায় ধর্ষণের ঘটনা উল্লেখ করে দেলওয়ার ও কালামের বিরুদ্ধে মামলা করেন। এছাড়াও বিবস্ত্র করে নির্যাতন ও পর্ণগ্রাফিসহ আরও দুটি মামলা করেন তিনি।