বুড়িগঙ্গা সেতুর টোল আদায়ে অনিয়মের অভিযোগ এনে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্বেষা প্রকাশনীর কর্ণধার মো. শাহাদাত হোসাইন।
স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো;
“বুড়িগঙ্গা সেতু ১, প্রাইভেট কারে টোল আদায় করলো ৪০.০০ টাকা। স্লিপ পেলাম লার্জ বাস (বড় বাস) ৩৫.০০ টাকা। এতোদিন টোল ছিলো না। অনিয়ম দিয়ে শুরু। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
(ফেসবুক থেকে সংগৃহীত)