বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষ হয়ে গেছে। ক্যাটাগরি-২ ঢাকার ক্লাব কোটায় যৌথভাবে সর্বাধিক ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ৫৩ ভোট। তার মতোই ৫৩ ভোট পেয়েছেন গাজী গোলাম মুর্তজা পাপ্পা ও এনায়েত হোসেন সিরাজ।
বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে এবারও নির্বাচিত হয়েছেন তিনি। বর্তমান বিসিবি প্রধান পেয়েছেন ৫৩ ভোট।
নির্বাচনে কাট্যাগরি-১ রাজশাহী বিভাগে হেরে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। রাজশাহী বিভাগে মাসুদকে ৭-২ ভোটে হারান সাইফুল আলম স্বপন।
পাবনা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি তৃতীয়বারের মতো বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন।