fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅন্যান্যকরোনাভাইরাসবিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬৬৯৭, আক্রান্ত ৩ লাখ ৮৭ হাজার

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৬৬৯৭, আক্রান্ত ৩ লাখ ৮৭ হাজার

বিশ্বজুড়ে গত একদিনে করোনাভাইরাসে নতুন করে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬৯৭ জনের। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৭ হাজার জন।

বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৯৪ লাখ ৪৮ হাজার জনের। মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৮০ হাজার ৭৬৩ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২১ কোটি ৬৮ লাখের বেশি মানুষ।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৩১ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৭ হাজার ৫৮৪ জনের। করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪০ লাখ মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ২২০ জনের। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯০ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৪৪২ জনের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments