fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটআয়ারল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে হার বাংলাদেশর

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে হার বাংলাদেশর

খালি হাতেই বিশ্বকাপের প্রস্তুতিপর্ব শেষ করতে হলো বাংলাদেশকে। নিজেদের দ্বিতীয় আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানে হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের দেয়া ১৭৮ রানের টার্গেটে ১৪৪ এর বেশি করতে পারেনি টাইগাররা।

একের পর এক ব্যাটার উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ৩, ১, ৮ ও ১ রান করেছেন যথাক্রমে নাঈম, লিটন, মুশফিক ও শামীম।  ব্যাটারদের এমন দৈন্যতায় আয়ারল্যান্ডের কাছে ৩৩ রানে হারল বাংলাদেশ।

বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছে সোহানের ব্যাট থেকে। ২৩ বলে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ রান করেছেন এ উইকেটকিপার। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ৩০ বলে ৩৭ রান করেছেন সৌম্য।

এছাড়া সৌম্যর সাথে জুটি বেঁধে আফিফ করেছেন ১৬ বলে ১ বাউন্ডারিতে ১৭ রান। ১৭তম ওভারে সোহান আউট হয়ে গেলে জয়ের আশা হারিয়ে ফেলে টাইগার সমর্থকরা। শেষ তিন ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন পড়ে ৫৯ রান। যা টেলএন্ডার তাসকিস ও মোস্তাফিজকে দিয়ে প্রায় অসম্ভব।

নাসুম আহমেদকে শূন্য রানে ফিরিয়ে দিলে পরাজয়ের শঙ্কা আরো বাড়ে। মোস্তাফিজকে নিয়ে শেষ ওভার পর্যন্ত ব্যাট চালিয়ে যান তাসকিন। ১২ বলে প্রয়োজন পড়ে ৫৪ রানের। ১৯তম ওভারে ১০ রান নেন তাসকিন-মোস্তাফিজ। শেষ ৬ বলে জয়ের জন্য রান দরকার পড়ে ৪৪। প্রতি বলে ছক্কা হাঁকালেও যেতা অসম্ভব। তবু হারের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করে গেছেন তাসকিন। শেষ ওভারে আরো ১০ রান যোগ করতে পারেন তাসকিন-মোস্তাফিজ জুটি।

এক বল বাকি থাকতে আউট হয়ে যান তাসকিন। ১৪৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। ৩৩ রানে বাংলাদেশকে হারাল আয়ারল্যান্ড। তাসকিন করেছেন ১১ বলে ১৪ রান। ৬ বলে ৭ রানে অপরাজিত ছিলেন মোস্তাফিজ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments