সচেতন বার্তা, ১৫ জুলাই:চলতি ক্রিকেট বিশ্বকাপে শেষ পর্যন্ত ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ ট্রফি উঠল নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে। ক্ষুরধার অধিনায়কত্ব ও গুরুত্বপূর্ণ সময়ে দলকে জিতিয়ে ফাইনালে তুলতে অবদান রাখায় বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হন উইলিয়ামসন।
টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকদের তালিকার দিকে তাকালে উইলিয়ামসনের রান খুব বেশি মনে নাও হতে পারে, তবে তিনি যে রান করেছেন তাতে নিউজিল্যান্ড দল বিপদ থেকে মুক্তি পেয়েছে বেশ কয়েকবার।
মূলত প্রথম পাঁচ ম্যাচের জয়ই নিউজিল্যান্ডকে সেমিফাইনালে উঠতে সাহায্য করে।