নোয়াখালীর চাটখিলে তাহমিনা আক্তার সনিয়া (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গবার বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের পশ্চিম দেলিয়াই গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সনিয়া উপজেলার আবদুল ওয়াহাব ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। তিনি পশ্চিম দেলিয়াই গ্রামের জহির উদ্দিনের মেয়ে। নিহতের পরিবার জানায়, সনিয়ার মানসিক সমস্যা ছিল। গ্রাম্য ডাক্তার ও কবিরাজ দিয়ে ৩-৪ মাস ধরে চিকিৎসা করালেও তার অবস্থার তেমন উন্নতি হয়নি। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় তার বাবা নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেয়ের মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’