fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাচাঁদপুরে মা-কে কুপিয়ে হত্যা করেছে ছেলে

চাঁদপুরে মা-কে কুপিয়ে হত্যা করেছে ছেলে

চাঁদপুরের ফরিদগঞ্জে মানসিক ভারসাম্যহীন ছেলে মা-কে কুপিয়ে হত্যা করেছে। ঘাতক মমিন দেওয়ান (৪২) কোন কারণ ছাড়াই মা মনোয়ারা বেগমকে (৬৫) হত্যা করে। হত্যার পরই সে পালিয়ে যায়। হত্যাকারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

আজ বুধবার ভোরে পৌরসভার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়িতে ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের লাশ থানায় নিয়ে গেছে।

জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের মৃত আবুল হাশেমের ছেলে মমিন দেওয়ান ঘুমের মধ্যে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সিরাজগঞ্জের ওসি ঘাতকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে জনতা ঘাতককে ভাটিরগাঁও এলাকা থেকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয়রা জানান, এক সন্তানের জনক মমিন পূর্বে রুব্বান নামের এক নারীকে হত্যা করেছে। সে মানসিক বিকারগ্রস্ত। সে প্রায়ই পরিবারের লোকদের হত্যা করার কথা বলতো। বিষয়টি নিয়ে বাড়ির লোকজন বলেন, সে বাহিরের সকল মানুষের সাথে ভালো ব্যবহার করত। শুধু ঘরে গিয়ে তার মা ও পরিবারের লোকজনকে খুন করার হুমকি দিত। গতরাতেও সে ও তার মা ছাগলের বাছুরকে দুধ খাইয়েছে। সে মানুষিক রোগী ছিলেন। যার কারণে সে এ ঘটনা ঘটিয়েছে।

৫নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম বলেন, আমি জেনেছি সে মানসিক রোগী। আর্থিক সংকটের কারণে বউ চলে যায়, একারণে সে হতাশায় ভুগতো। সে আরও একটি খুনের দায়ে অনেকদিন জেল খেটেছে।

ফরিদগঞ্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমরা ঘটনা জানা মাত্রই ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে এসেছি এবং ময়নাতদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করেছি। এ বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments