fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়১৪ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৪ নভেম্বর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দিপু মনি।

বুধবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

এর আগে, পরীক্ষার সূচি সংক্রান্ত একটি খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপরই আজ সকালে এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

শিক্ষামন্ত্রী জানান, মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এর মধ‍্যে এসএসসি পরীক্ষার্থী ১৮ লাখ ৯৯৮ জন। ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে ২৯ হাজার ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা পরীক্ষায় অংশ নেবে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন।

তিনি আরও বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ের পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে ঢুকতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments