fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাস্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক মনোমালিন্যের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামীও। এ ঘটনায় আশংকাজনক অবস্থায় স্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৮টায় পৌর সদরের প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌর সদরের প্রেমতলা গ্রামের রামচন্দ্র সূত্রধরের মেয়ে উচ্চ মাধ্যমিকের ছাত্রী জ্যোতিকা সূত্রধরের (২৩) সঙ্গে আনুমানিক দুই বছর আগে প্রেম করে বিয়ে হয় চট্টগ্রামের বাঁশখালীর যুবক অভি ধরের (২৭)। এই বিয়েটি তাদের কারোর পরিবার মেনে না নেওয়ায় তারা চট্টগ্রামে একটি ভাড়া ঘরে বসবাস করছিলেন। অভি স্ত্রীকে আশ্বাস দিয়েছিলেন অল্প সময়ের মধ্যেই তার পরিবারকে বুঝিয়ে জ্যোতিকাকে নিজ বাড়িতে তুলে নেবেন। কিন্তু তার পরিবার মেনে না নেওয়ায় জ্যোতিকে বাড়িতে নিতে পারেনি।

এ নিয়ে জ্যোতির সঙ্গে অভির মনোমালিন্য চরম আকার ধারণ করলে জ্যোতি প্রেমিককে ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে আসেন। জ্যোতি চলে আসার পর থেকে অভি বার বার তাকে বুঝিয়ে আবারো ভাড়া বাসায় নিয়ে যেতে চেষ্টা করলেও জ্যোতি তাতে রাজি হননি। এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় অভি জ্যোতির বাপের বাড়িতে এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments