fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি'র ডিন এবং সিন্ডিকেট সদস্য নির্বাচন ২৫ নভেম্বর

রাবি’র ডিন এবং সিন্ডিকেট সদস্য নির্বাচন ২৫ নভেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনুষদগুলোর ডিন এবং সিন্ডিকেট সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া একই দিনে শিক্ষা পরিষদ, ফাইন্যান্স কমিটি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনও অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১২ জন ডিন, সিন্ডিকেটের পাঁচজন শিক্ষক প্রতিনিধি, শিক্ষা পরিষদের ছয়জন শিক্ষক প্রতিনিধি, ফাইন্যান্স কমিটির একজন শিক্ষক প্রতিনিধি এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির একজন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের কর্মসূচি ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়ন বিতরণ করা হবে ৮ নভেম্বর। ১৪ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ। একই দিনে মনোনয়নপত্র বাছাই করা হবে।

নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামকে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments