fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাসিলেট সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

সিলেট সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বিএসএফের গুলিতে দু’জন বাংলাদেশি নিহত হয়েছে। গুলিতে আহত হয়েছেন আরও একজন। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানিয়েছেন, লাশ দু’টি এখনো নো ম্যান্স ল্যান্ডেই আছে, এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গতরাতে সীমান্তে বিএসএফের গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে একজন আহত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। বাকি দু’জন নো ম্যান্স ল্যান্ডে মারা গেছেন।

ঘটনাটি রাতে ঘটলেও, ঘটনাস্থল প্রত্যন্ত পাহাড়ি সীমান্ত এলাকায় অবস্থিত হওয়ায় পুলিশ আজ বুধবার বিকেল চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গেছে বলে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments