রাজশাহী বিশববিদ্যালয়ে (রাবি) সান্ধ্য আইন এবং হলের ডাইনিংয়ে বাধ্যতামূলক খাওয়ার বিধান বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন রাবির তাপসী রাবেয়া হলের ছাত্রীরা। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হলের সামনে ধর্মঘট শুরু করেন তারা।
আন্দোলনে শিক্ষার্থীরা ‘সান্ধ্য আইন মানি না, মানবো না’ এবং ‘ডাইনিংয়ের পচা খাবার খাবো না, খাবো না’ বলে স্লোগান দেন। ছাত্রীদের অভিযোগ, ডাইনিংয়ে দাম বেশি নিয়েও মানসম্মত খাবার দেওয়া হয় না।
সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের ডাইনিংয়ে খাওয়া বাধ্যতামূলক করে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে হল প্রশাসন। অন্যথায় তাদের সিট বাতিল করা হবে বলে জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক আবাসিক ছাত্রী বলেন, মেয়েদের ডাইনিং খেতে হবে অন্যথায় সিট বাতিল করা হবে। খাবারের দাম কমানো হবে কিছুদিনের মধ্যে। কিন্তু দাম কমানো হয়নি, খাবারের মানও খারাপ। তাই আমরা আন্দোলন করছি। এ ছাড়া আমরা সান্ধ্য আইন বাতিল চাই।
এ বিষয়ে জানতে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী মহলকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।