নড়াইলের লোহাগড়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। য় হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে লোহাগড়া থানায় মামলা দায়ের এর পরে মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
একটি নির্মাণাধীন বাড়ির পাশে অবস্থানরত নির্যাতিতাকে রাতে নির্জন একটি বাড়ির ভিতরে নিয়ে যায় একই গ্রামের উজ্জল শেখ, আনারুল, মিটো ফকির ও সোলায়মান। সেখানে পালাক্রমে ধর্ষণ করে তাকে ফেলে রেখে যায়। এ সময় নির্যাতিতার চিৎকার কান্নাকাটিতে পাশের বাড়ির এক নারী গিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জল, আনারুল, মিটোকে আটক করে।
এ ঘটনায় শালবরাত গ্রামের প্রত্যক্ষদর্শী ওই নারীর দায়ের করা মামলায় তিন আসামিকে শুক্রবার রাতে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।