fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িসারাদেশঅপরাধমেহেরপুরে ওয়ান শুটারগানসহ মাদক ব্যাবসায়ী আটক

মেহেরপুরে ওয়ান শুটারগানসহ মাদক ব্যাবসায়ী আটক

মেহেরপুরের গাংনীতে দেশী তৈরি শুটারগানসহ আছাদুজ্জামান কনক (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক আছাদুজ্জামান কনক গাংনীর বামন্দী পশ্চিমপাড়ার গোলাম কাউছারের ছেলে।

গাংনী র‌্যাব ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে  জোড়পুকুরিয়া বাজার থেকে তাকে আটক করে।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক আমান বান্না জানান, আছাদুজ্জামান কনক চিহ্নিত মাদক পাচারকারী। তার বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র আইনসহ আটটি মামলা রয়েছে। স্থানীয় জোড়পুকুরিয়া বাজারে মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আছাদুজ্জামান কনক পালিয়ে যাবার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। আটক আছাদুজ্জামান কনককে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, আছাদুজ্জামান কনকের নামে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে তাকে গাংনী থানায় সোপর্দ করেছে র‌্যাব। থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments