fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঢাকাগাজীপুরগাজীপুরে কারখানার ব্যবস্থাপককে দুর্বৃত্তদের গুলি

গাজীপুরে কারখানার ব্যবস্থাপককে দুর্বৃত্তদের গুলি

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে একটি কারখানার ব্যবস্থাপক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাওনা-শ্রীপুর সড়কে বকুলতলা এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই কর্মকর্তাকে প্রথমে মাওনার একটি বেসরকারি হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্বৃত্তদের ছোড়া গুলি কারখানার ওই কর্মকর্তার পেটে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ নিয়াজ মোহাম্মদ রিয়াজ (৪৫) ওই এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিকারপুর গ্রামে।

জানা গেছে, কারখানা থেকে রাত পৌনে ১১টার দিকে বাসায় ফেরার পথে তাঁর ওপর কে বা কারা গুলি ছোড়ে। পরে স্থানীয়রা টের পেয়ে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে পাশে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে যায়।

মাওনা আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমরান কবির জানান, গুলিবিদ্ধ নিয়াজ মোহাম্মদ রিয়াজের অবস্থায় আশঙ্কাজনক।

পুলিশ জানায়, আহত গুলিবিদ্ধ ব্যাক্তিকে নিয়ে হাসপাতালে থাকায় বিষয়টি নিয়ে পরে কথা বলবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments