fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িসারাদেশসিলেটসিলেট বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

সিলেট বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ৬ কেজি ১৪৮ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

এ সময় আটক করা হয়েছে ওই যাত্রীকে। যাত্রীর নাম পরেন্দ্র দাস। তার বাড়ি মৌলভীবাজারে।

সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার আল আমিন জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ সোমবার সকাল ৮টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে পরেন্দ্র দাস নামের যাত্রীর লাগেজ খুলে পরীক্ষা করেন তারা। এসময় তার সঙ্গে একটি জুসার পাওয়া যায়।

জুসারের ওজন দেখে সন্দেহ হলে তা ভেঙ্গে এটির ভিতর থেকে ৩৮টি স্বর্ণের বার ও ১৫টি বারের সমপরিমান একটি স্বর্ণের চাকতি খুজে পান তারা।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬ কেজি ১৪৮ গ্রাম, যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments