fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশঅপরাধরংপুর থেকে অপহৃত কিশোরীকে নোয়াখালী থেকে উদ্ধার

রংপুর থেকে অপহৃত কিশোরীকে নোয়াখালী থেকে উদ্ধার

রংপুর থেকে অপহৃত কিশোরীকে নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নের ভূপতিপুর গ্রামে অভিযান চালিয়ে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ ও  সিপিএসসি, র‌্যাব-১৩ রংপুর।  একইসাথে আটক করেছে অপহরণকারীচ, ধর্ষককেও।

আটককৃত শাকিল (২২) রংপুর জেলার কোতয়ালী থানার পূর্ব খাসবাগ গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ (সিপিসি-৩) লক্ষ্মীপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ও সিপিএসসি, র‌্যাব-১৩ রংপুর এর সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক দল নোয়াখালীর বেগমগঞ্জ থানার ৫নং ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূপতি গ্রামের জনৈক আব্দুল মালেকের বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত ভিকটিম এবং অপহরণ ও ধর্ষণকারী আসামি শাকিল (২২) কে আটক করে।

সেখানে আরো বলা হয়েছে, আটককৃত আসামি মো. শাকিল (২২) ভিকটিমকে (১৫) ফুসলিয়ে অপহরণ করে। এরপর নোয়াখালীর বেগমগঞ্জের উদ্ধারকৃত স্থানে নিয়ে আসে এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পরিবার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার গত ৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ভিকটিমকে ও আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হস্তান্তরনামা মূলে র‌্যাব-১৩, রংপুর বরাবর হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments