টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে রবিবার। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এই ফাইনালের অফিসিয়ালদের নাম চূড়ান্ত করেছে আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন মারাইস এরাসমুস ও রিচার্ড কেটেলবোরো। থার্ড আম্পায়ার নিতিন মেনন, ফোর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগাল্লে।
গত বুধবার ইংল্যান্ডের বিপক্ষে উত্তেজনায় ঠাসা ম্যাচ ৫ উইকেটে জিতে প্রথমবার ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। আরেকটি থ্রিলার সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ১১ বছর পর ফাইনালে উঠল অস্ট্রেলিয়া।